বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরি মিরাজের ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।
তিনি জানান, ‘মিরাজের এক্স-রে রিপোর্ট আমাদের হাতে এসেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলে পেসার প্যাট কামিন্সের একটি ডেলিভারি মিরাজের হাতের আঙ্গুলে আঘাত করে। নিজের মোকাবেলা করা নবম বলটি তার আঙ্গুলে আঘাত করলেও মিরাজ ব্যাটিং চালিয়ে যান। এরপর আরও ৪৫টি বল খেলেন মিরাজ। ৫৪ বল মোকাবেলা করে ১৪ রানে অপরাজিত থাকেন ৭৯ মিনিট ক্রিজে থাকা মিরাজ। পরে, বল হাতে আর মাঠে দেখা যায়নি টাইগারদের উঠতি এই তারকাকে।
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই টাইগারদের ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। এ মাসের ২৮ তারিখ থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ খেলতে ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে মুশফিকুর রহিম ও তার দল। দলের সঙ্গে থাকছেন মিরাজ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি