এই সিরিজকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে সমর্থকদের মাঝে। কিন্তু মেগা এই ইভেন্টে খেলতে পারবেন না পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। বাংলাদেশের দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভি বা জিটিভিতে।
আমির ছাড়া ঘোষিত ১৬ সদস্যের পাকিস্তান দলে অাছেন সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, বাবর আজম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, আমের ইয়ামিন, রুমান রাইস, উসমান খান ও সোহাইল খান।
অন্যদিকে তারকায় ঠাসা বিশ্ব একাদশের দলে আছেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, ড্যারেন স্যামি, পল কলিউংউড, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট ইলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি