ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ফিল্ডিংয়ে তামিমদের বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, সেপ্টেম্বর ১২, ২০১৭
ফিল্ডিংয়ে তামিমদের বিশ্ব একাদশ ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলো। মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান ও তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া বিশ্ব একাদশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিশ্ব একাদশের দলপতি ফাফ ডু প্লেসিস।

ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে বিশ্ব একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম ইকবাল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত ৮টায় ইন্ডিপেন্ডেন্ট কাপ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামে দু’দল।

এই ম্যাচের মধ্যদিয়ে পাকিস্তান জাতীয় দলের আট ক্রিকেটার নিজেদের মাটিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছে।

সর্বশেষ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের ক্রিকেট-ভক্তরা নিজ মাঠে খেলা দেখা থেকে বঞ্চিত। মাঝে ২০১৫ সালে অবশ্য একবার জিম্বাবুয়ে পাকিস্তানে গিয়ে খেলে এসেছে।

আইসিসি তিনটি ম্যাচকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে। পাকিস্তানিদের তো বটেই, বিশ্ব একাদশের খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানেও যোগ হবে এই তিন ম্যাচের হিসাব। ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও ওলট-পালট হতে পারে সিরিজের পারফরম্যান্সে। সিরিজটা তাই এখন আর প্রদর্শনী ক্রিকেটের গণ্ডিতে আটকে নেই।

১৩ ও ১৫ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

বিশ্ব একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, ডেভিড মিলার, টিম পেইন, গ্র্যান্ট ইলিয়ট, বেন কাটিং, ড্যারেন স্যামি, ইমরান তাহির, মরনে মরকেল ও থিসারা পেরেরা।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, রুম্মন রইস ও সোহেল খান।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ