শেষ ম্যাচের আগে প্রোটিয়ারা শীর্ষে ছিলো। তবে অজিরা ম্যাচ হেরে তৃতীয়স্থানে নেমে গেছে।
ভারত সিরিজের তিন ম্যাচ পরেই শীর্ষে উঠেছিলো। তবে চতুর্থ ম্যাচ হেরে যাওয়ায় আবার নিচে নেমে যায়। অজিরা এর আগে ২০১৭ সালের প্রথমে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলো। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে শীর্ষস্থান হারায়।
পরবর্তীতে দ.আফ্রিকা ঘরের মাঠে শ্রীলঙ্কাকে সিরিজে ৫-০ তে হারিয়ে শীর্ষস্থান দখল করে। যেখানে টানা ১২ ম্যাচে জয় পেয়েছিলো দলটি। তবে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ শেষে তাদের পয়েন্ট ১১৯ হলো। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকারও শীর্ষে ফেরার সুযোগ থাকছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলে সেই সম্ভাবনা বাড়বে।
আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিং:
১.ভারত (১২০ পয়েন্ট), ২.দক্ষিণ অাফ্রিকা (১১৯), ৩.অস্ট্রেলিয়া (১১৪), ৪.ইংল্যান্ড (১১৪), ৫.নিউজিল্যান্ড, ৬.পাকিস্তান (৯৫), ৭.বাংলাদেশ (৯৪), ৮.শ্রীলঙ্কা, ৯.ওয়েস্ট ইন্ডিজ (৭৭), ১০.আফগানিস্তান (৫৪), ১১.জিম্বাবুয়ে (৫২), ১২.আয়ারল্যান্ড (৪১)।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস