ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একজনকে বেছে নেওয়া কঠিন, সবাই সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
একজনকে বেছে নেওয়া কঠিন, সবাই সেরা স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, জো রুট ও কেন উইলিয়ামসন-ছবি:সংগৃহীত

বর্তমানে বিশ্বে ব্যাটিংয়ে যে চারজন ক্রিকেটার আধিপত্য বিস্তার করে খেলছেন তারা হলেন, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, জো রুট ও কেন উইলিয়ামসন। তাদের বলা হয় আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান। আর ‘ফ্যাব ফোর’ নামে পরিচিত এ তারকাদের কৃতিত্ব দিতে ভুললেন না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দরপল।

যে কোনো ফরম্যাটে, যে কোনো কন্ডিশনে দুর্দান্ত ব্যাটিং করে চার দেশের এ চার তারকা নিজেদের ইতোমধ্যে প্রমাণ করেছেন। তবে ক্যারিবীয়দের এক সময়ের ব্যাটিং স্তম্ভ চন্দরপলের কাছে জানতে চাওয়া হয় এদের মধ্যে কে সেরা? জবাবে তিনি চারজনের কাছেই সর্বোচ্চ আশা রাখেন।

এক সাক্ষাতকারে চন্দরপল বলেন, ‘দেখুন স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামস, বিরাট কোহলি ও জো রুট এদের মধ্যে সেরা একজন বেছে নেওয়া খুবই কঠিন। তারা সবাই ভিন্ন কন্ডিশনে দুর্দান্ত খেলে এবং আমি সবাইকেই সেরা মানছি। তারা প্রতিপক্ষের মাঠে ‍অসাধারণ খেলেই আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান হয়েছে। ’

স্মিথ, কোহলি ও উইলিয়ামসন বর্তমানে অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের সব ফরম্যাটের নেতৃত্ব দিচ্ছেন। রুট শুধুমাত্র ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তবে তিনি সব ফরম্যাটেই খেলেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।