ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমালোচিত স্টোকসই এখন ‘রিয়েল হিরো’!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সমালোচিত স্টোকসই এখন ‘রিয়েল হিরো’! ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সমালোচিত অলরাউন্ডার বেন স্টোকস এখন ‘রিয়েল হিরোর’ তকমা পাচ্ছেন। গত মাসে ব্রিস্টলে এক নাইট ক্লাবের বাইরে মদ্যপ অবস্থায় একজনকে কয়েকবার ঘুসি মেরে আহত করেন স্টোকস। যার জন্য ইংল্যান্ড ক্রিকেটেই এখনও তার ভবিষ্যত অনিশ্চিত। ইতোমধ্যে বাদ পড়েছেন আসছে অ্যাশেজ সিরিজ থেকে।

সেই ঘটনার পর পুলিশের কাছে গ্রেফতারও হন স্টোকস। ঘটনায় তার সঙ্গে আরও ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলস।

তবে তদন্তের স্বার্থে পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।  কিন্তু সম্প্রতি সমকামী এক দম্পতি এ ঘটনার পালে নতুনভাবে হাওয়া দেন। জানান, নাইট ক্লাবের বাইরে কিছু লোক তাদের বিরক্ত করছিল। আর তাদের বাঁচাতে গিয়েই মারামারি করেন স্টোকস। তিনি ছিলেন সত্যিকারের নায়ক।

কাই ব্যারি ও বিলি ও’কনেল নামে দম্পতি জানান, স্টোকসের সঙ্গে আমরা ক্লাবে সাক্ষাত করি। সে আমাদের ড্রিংকস এনে দেন। হেলসের সঙ্গেও আমরা দেখা করি। এক সংবাদপত্রের সাক্ষাতকারে ও’কনেল বলেন, ‘আমরা স্টোকসের প্রতি খুবই কৃতজ্ঞ যে, আমাদের সাহায্যে সে এগিয়ে এসেছিল। সে ছিল রিয়েল হিরো। কাই ভয় পেয়েছিলো তার ওপর আক্রমণ হতে পারে ভেবে। যদি স্টোকস হস্তক্ষেপ না করতো তবে আমাদের জন্য বাজে একটি দিন হয়ে থাকতো। ’

পরে কাই ব্যারি বলেন, ‘আমি কোনো যোদ্ধা নই, আর আমরা চাইনি কোনো লড়াই করতে। আমাদের বড় কোনো দুর্ঘটনা হতে পারতো। তবে বেন ছিল সত্যিকারের জেন্টলম্যান। ’

ও’কনেলের আশা অ্যাশেজে ইংলিশ দলে আবারও ফিরবেন স্টোকস, ‘বেন সত্যিই অসাধারণ একজন মানুষ। আমি মনে করি সে ইংল্যান্ডের অ্যাশেজ দলে ফিরবেন। এ ঘটনার জন্য তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে সেটি হবে দুঃখজনক। সে শুধুমাত্র কাইকে বাঁচাতে চেয়েছিল। ’

রোববার অ্যাশেজ সিরিজ খেলেতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ইংল্যান্ড দল। আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে গ্যাবায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।