ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের দুর্ভাগা বললেন মিসবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
টাইগারদের দুর্ভাগা বললেন মিসবাহ ছবি: সংগৃহীত

দলে আছে এক ঝাঁক ট্যালেন্টেড ক্রিকেটার। দারুণ আক্রমণাত্মক ব্যাটিং লাইনআপ, আছে দুর্দান্ত বোলিং ডিপার্টমেন্ট। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাজে পারফরম্যান্সের জন্য টাইগারদের দুর্ভাগা বললেন পাকিস্তানি সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

তবে, সাকিবদের এমন দুর্দিন খুব বেশি লম্বা হবে না, একথাও তিনি বিশ্বাস করেন।

বিপিএল খেলতে মিসবাহ এখন বাংলাদেশে।

তিনি সংবাদমাধ্যমে জানান, ‘বাংলাদেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যের। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংক্ষিপ্ত সংস্করণ বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটি দল। দলে বেশ কিছু ট্যালেন্টেড ও আক্রমণাত্মক ক্রিকেটার আছে। এমনকি তাদের বোলিং লাইন আপও খুবই ভালো। কিন্তু তারপরেও কেন এমন হচ্ছে আমি জানি না। তবে আমার মনে হয় দলে যে ধরনের ক্রিকেটার আছে তাতে সংক্ষিপ্ত সংস্করণে তাদের আরও ভালো করার সামর্থ আছে। যদিও এখন তারা ব্যাকফুটে আছে তবে সামনে ভালো করবে। ’

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ভালো করতে হলে টাইগারদের পারফরম্যান্সের একটা ধারাবাহিকতা থাকা উচিৎ বলে মত সাবেক এই পাকিস্তানি ব্যাটিং স্তম্ভের। পাশাপাশি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার কোনো বিকল্প তিনি দেখছেন না।

শনিবার (৪ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি সংবাদ মাধ্যমকে আরও বলেন, ‘বাংলাদেশের টপ প্লেয়ার থেকে শুরু করে তরুণদেরও ধারাবাহিক পারফর্ম করা উচিত। দলে এমন ট্যালেন্ট প্লেয়ার থাকা সত্বেও বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে এতটা পিছিয়ে থাকা উচিত নয়। তাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে। ডিসিপ্লিনড হওয়ারও কোনো বিকল্প নেই। কেননা যখনই কেউ মাঠে ডিসিপ্লিনড তার মানে সে ব্যক্তিগত জীবনেও তাই। যা তাকে ধারাবাহিক পারফরম্যান্সে সাহায্য করবে। সেটা আপনি বিশ্বের যে মাঠেই খেলেন না কেন। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৪ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।