ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেক ভুলে যেতে চাইবেন আলোচিত সেই পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
অভিষেক ভুলে যেতে চাইবেন আলোচিত সেই পেসার ছবি: সংগৃহীত

ভারতের জার্সিতে তরুণ পেসার মোহাম্মদ সিরাজের আন্তর্জাতিক অভিষেকটা হয়েছে দুঃস্বপ্নের মতো। ৪ ওভারে ৫৩ রানের খরুচে বোলিংয়ে ১টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে অভিষেকে সবচেয়ে বাজে বোলারদের তালিকায় সিরাজ জায়গা করে নিয়েছেন তৃতীয় স্থানে।

অভিষেক ম্যাচের আগেই ভারতীয় এই পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। আলোচনা ছিল দরিদ্র ঘরের সন্তান মোহাম্মদ সিরাজ অনেক সংগ্রাম করেই জাতীয় দলে ঠাঁই করে নিয়েছিলেন।

তাই ম্যাচ শুরুর আগে যখন ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছিল তখন সিরাজ কাঁদছিলেন।

আবেগী এই পেসারের অভিষেকটা স্মরণীয় হয়েই থাকবে। তবে, সেটা তার জন্য ভুলে যাওয়াই শ্রেয়। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাকে যেভাবে মাঠছাড়া করেছেন সেটার জন্য। ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হজম করেছেন তিনি।

তার এমন ব্যয়বহুল বোলিং তাকে ঠাঁই দিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের বাজে বোলারদের তালিকায়। তার সামনে রয়েছেন যোগিন্দর শর্মা ও জেমস অ্যান্ডারসন। অভিষেকে ৫৭ রান দিয়েছিলেন ভারতের যোগিন্দর শর্মা। আর ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৪ ওভারে দিয়েছিলেন ৬৪ রান।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী নিউজিল্যান্ড। রাজকোটে কলিন মুনরোর ঝড়ো সেঞ্চুরিতে কিউইদের ১৯৬ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ১৫৬ করতে সমর্থ হয় টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।