ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহতেই ভরসা রাখছে চিটাগং ভাইকিংস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
মিসবাহতেই ভরসা রাখছে চিটাগং ভাইকিংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের বিগত আসরগুলোর তুলনায় এবারের আসরে চিটাগং ভাইকিংস বেশ তারুণ্য নির্ভর একটি দল গঠন করেছে। দলটির বিদেশি ক্রিকেটারদের তালিকায় মিসবাহ উল হক, জীবন মেন্ডিস, নজিবুল্লাহ জাদরান ও সিকান্দার রাজার মতো অভিজ্ঞরা থাকলেও দেশিদের তালিকায় তরুণদের দাপুটে উপস্তিতি চোখে পড়ার মতো।

যা টুর্নামেন্টে অংশ নেয়া বাকি ৬ ফ্র্যাঞ্চাইজির কোনটিতেই নেই। আশার কথা হলো দেশি এই তরুণদের নিয়েই ভাইকিংসরা এবারের বিপিএলে লড়াকু খেলা উপহার দেবে বিশ্বাস করেন দলটির পরামর্শক ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।

     

তিনি জানান, ‘হয়তো নামে বড় বড় ক্রিকেটার নেই। তারপরেও আমি মনে করি যে সমস্ত প্লেয়ারদের নেয়া হয়েছে এরা কিন্তু যথেষ্ট যোগ্য এবং টি-টোয়েন্টি ভালো খেলে। তো আমি আশাবাদী যে চিটাগং ভাইকিংস এবার ভালো ক্রিকেট উপহার দেবে। ’

ভাবছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশীষ রায়, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাতের মতো অনভিজ্ঞদের নিয়ে এটা কীভাবে সম্ভব?

ভয় নেই দলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের মতো অভিজ্ঞ একজন দিক নির্দেশক। তার কম্বিনেশনে ভাইকিংসরা নিজেদের সেরা খেলা উপহার দিতে সমর্থ হবেন বলেও বিশ্বাস নান্নুর।
           
নান্নু যোগ করেন, ‘আমাদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন একজন অধিনায়ক আছে-মিসবাহ উল হক। আমার মনে হয় তার কম্বিনেশনে দল অনেক কিছু পাবে এবং সে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবে। আমি আশাবাদী যে দলটি ভালো কিছুই করতে পারবে। ’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে চিটাগং ভাইকিংস।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।