এদিকে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা এসেই বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন রংপুরের এই ব্যাটিং টর্নেডো। এদিনে বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের বাকি সদস্যদের উপস্থিতিতে হালকা অনুশীলনে গা গরম করে নেন সাবেক কিউই অধিনায়ক।
সন্দেহ নেই ম্যাককালাম যোগ দেয়ায় রংপুর রাইডার্সের শক্তির জায়গাটি আরও বেড়েছে। সেটা আরও বাড়াতে এবার ক্রিস গেইলের অপেক্ষায় মাশরাফিরা। অবশ্য তাদের সেই অপেক্ষা শেষ হচ্ছে আর কয়েক ঘণ্টা বাদেই। কেননা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।
বিপিএলে তিন ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের ৬ নাম্বারে অবস্থান করছে মাশরাফির রংপুর রাইডার্স। ১৮ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এইচএল/এমএমএস