কুয়ালালামপুরে গ্রুপ পর্বে ভারতের মতো শক্তিশালী দলকে হারানো নেপালের মুখোমুখি হয় আফগানরা। তবে প্রথমে ব্যাট করে ১০৩ রানেই সবকটি উইকেট হারায় নেপাল।
টসে হারা নেপালের হয়ে এদিন সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন অনিল শাহ। তবে দুঃখের কথা দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে (১৪)। দলের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মুজিব ১০ ওভারে ২৮ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার রহমান গুলের ৭১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। তার ইনিংসটি ৬৫ বলে নয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিলো।
এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস