ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পোলার্ডের পক্ষেই সাফাই গাইলেন রনি-বোপারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, নভেম্বর ২১, ২০১৭
পোলার্ডের পক্ষেই সাফাই গাইলেন রনি-বোপারা ছবি-শোয়েব মিথুন

ঢাকা: বিপিএলের চলতি আসরের সবচাইতে রোমাঞ্চকর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ডায়নামাইটসের প্রয়োজন ছিলো ১০ রান। থিসারা পেরেরার ওই ওভারের শেষ তিনটি বলে সিঙ্গেলসের সুযোগ পেয়েও নিলেন না ঢাকার ক্যারিবীয় বিধ্বংষী ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

নিজেতো রান নিলেনই না ননস্ট্রাইক এন্ডে থাকা পাক পেসার মোহাম্মদ আমিরকে স্ট্রাইকও দিলেন না। নিজের হাতেই রেখে দিলেন।

হয়তো বড় শটস খেলে দলকে জয়ের বন্দরে নোঙর করাতেই কোন ঝুঁকি নেননি পোলার্ড।
 
কিন্তু শেষ পর্যন্ত নিজের কৌশল কাজে লাগাতে না পেরে মাশরাফিদের কাছে ৩ রানের নাটকীয় হারে মাঠ ছাড়তে হয়েছে।
 
পোলার্ড হয়তো তখন বলে ভুলে গিয়েছিলেন ব্যাট হাকে আমির মোটেও অপারদর্শী নন। ওয়ানডেতে দুটি হাফ সেঞ্চুরির এই মালিককে স্ট্রাইক দিলে তিনি ঢাকার ভাগ্য ঘোরাতেও পারতেন।

ছবি-শোয়েব মিথুন
আমিরের উপর তার ভরসাহীনতায় ম্যাচ চলাকালীনন সময়েই দর্শক মনে উঠেছে প্রশ্ন। অনেকেই পোলার্ডকে হয়তো মনে মনে খলনায়ক আখ্যা দিয়েছেন।
 
কিন্তু মঙ্গলবার (২১ নভেম্বর)ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সেই পোলার্ডের পক্ষেই সাফাই গাইলেন তার ঢাকার সতীর্থ আবু হায়দার রনি।
 
‘ওর হয়তো পরিকল্পনা ছিল ছক্কা মারার। ওর জন্য আসলে দুটি বলই প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত পরিকল্পনা সফল হয়নি। ’

পোলার্ডকে সমর্থন দিলেন প্রতিপক্ষ রংপুর রাইডারর্স্ অলরাউন্ডার রবি বোপারাও। ।

‘পোলার্ডের কৌশল মন্দ ছিলো না। ওই মুহূর্তে আসলে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানকে স্ট্রাইকে পাঠালে ঝুঁকি থাকতে পারে। কারণ ছক্কা মারার সামর্থ্য তারই আছে। তার নিজের ওপর বিশ্বাস রাখারই দরকার ছিল। ’

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৭
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ