গত ২৫ সেপ্টেম্বর নিজ দেশের ব্রিস্টলে এক নাইটক্লাবের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্টোকস। পরে তাকে স্থানীয় পুলিশ গ্রেফতার করে তদন্তের স্বার্থে ছেড়ে দেন।
ওয়ার্নার বলেন, ‘আমি মনে করি এ কারণে ইংল্যান্ড দল ও দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। স্টোকসের আচরণ অনেককেই খাটো করেছে। আমি আসলে তার এখানে (অস্ট্রেলিয়া) থাকাটা পছন্দ করতাম, কারণ আমি জানি মাঠে সে কি দুর্দান্ত একজন প্রতিদ্বন্দ্বী এবং সে একজন বিশ্বমানের খেলোয়াড়। ’
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৬টায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ২৯ বছর ধরে অপরাজিত স্বাগতিক অজিরা। সবশেষ ১৯৮৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের স্বাদ পেয়েছিল দলটি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এমএমএস