সুইজারল্যান্ডের সেন্ট মরিতজে বরফের মাঠে শেওয়াগ-শোয়েব সহ অনেক কিংবদন্তির ব্যাট-বলের লড়াই ক্রিকেটপ্রেমীরা দেখবেন আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারিতে। রোমাঞ্চকর এই ক্রিকেট দ্বৈরথে আরও শিহরণ জাগাতে পারে বরফে ঢাকা এই ক্রিকেট মাঠের অদূরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা সুইস আল্পস পর্বতমালার নৈসর্গিক দৃশ্য।
মাঠের লড়াইয়ে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে এই ক্রিকেটে অংশ নেবেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার মাইকেল হাসি, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, নাথান ম্যাকালাম, ইংল্যান্ডের মন্টি পানেসার ও ভারতের মোহাম্মদ কাইফরাদের।
১৯৮৮ সাল থেকে সুইজারল্যান্ডে এই বরফ ক্রিকেট চলছে। সেখানে প্রতি বছরই এই সময়ে একদল অপেশাদার ক্রিকেটার বরফ জমা লেকের ওপর ক্রিকেট খেলেন। এবার তারকারা খেলবেন সেখানে। একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে এই দু’দিনে।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এমএমএস