চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হয়। কুমিল্লা নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল।
ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার ডোয়াইন স্মিথ ১৮ বলে চারটি বাউন্ডারিতে করেন ১৯ রান। আরেক ওপেনার মুমিনুল হক ১৬ বলে পাঁচ বাউন্ডারিতে করেন ২৩ রান। জাকির হাসান ১৫ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রান করে সাজঘরে ফেরেন। মুশফিকুর রহিমও (৮) খুব বেশিক্ষণ টিকতে পারেননি।
তিন নম্বরে নামা লুক রাইট বিদায় নেওয়ার আগে করেন ৪২ রান। তার ৩৬ বলের ইনিংসে ছিল চারটি চারের মার। জেমস ফ্রাঙ্কলিন সাজঘরে ফেরার আগে করেন ১১ বলে ১৪ রান। মেহেদি হাসান মিরাজ ০ রানেই বিদায় নেন। দলপতি ড্যারেন স্যামি মাত্র ১৪ বলে ১টি চার আর ৬টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের বল থেকে ৬টি ছক্কা আর একটি চারের মধ্য দিয়ে আসে ৩২ রান।
কুমিল্লার পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভার বল করে ৫০ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। আল আমিন হোসেন ৪ ওভারে ৩২ রান খরচায় তুলে নেন একটি উইকেট। পাকিস্তানি পেসার হাসান আলী ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান ২ উইকেট। আফগান স্পিনার রশিদ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মেহেদি হাসান, অলোক কাপালি আর শোয়েব মালিক কোনো উইকেট পাননি।
৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে কুমিল্লা। আট ম্যাচে পাঁচ জয় ও দুই হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। সমান আট ম্যাচে চার জয় ও তিন হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ঢাকা। সর্বোচ্চ ৯ ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) সাত পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে সিলেট সিক্সার্স। সাত ম্যাচে তিন জয় ও চার হারে ছয় পয়েন্ট নিয়ে পাঁচে রংপুর। সমান ম্যাচে দুই জয় ও চার হারে (এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) পাঁচ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিটাগং। আর সাত ম্যাচে দুই জয় ও পাঁচ হারে চার পয়েন্ট নিয়ে তলানিতে রাজশাহী।
এ ম্যাচে দু’দলই দুটি করে পরিবর্তন আনে। ড্যানিয়েল বেল-ড্রুমন্ড ও নাঈম ইসলাম জুনিয়রের পরিবর্তে রাজশাহীতে এসেছেন মোস্তাফিজুর রহমান ও লুক রাইট। আর লিটন দাশ ও ড্যারেন ব্রাভোর পরিবর্তে ফখর জামান ও অলোক কাপালি কুমিল্লার একাদশে জায়গা পেয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (অধিনায়ক), ফখর জামান, ইমরুল কায়েস, শোয়েব মালিক, অলোক কাপালি, জস বাটলার, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রশিদ খান, হাসান আলী, আল আমিন হোসেন।
রাজশাহী কিংস: ডোয়াইন স্মিথ, মুমিনুল হক, লুক রাইট, জাকির হাসান, মুশফিকুর রহিম, জেমস ফ্র্যাঙ্কলিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সামি, মোস্তাফিজুর রহমান, হোসেন আলী।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
এমএমএস/এমআরপি