ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ৫’শ রানের মধ্যে আটকাতে চায় শ্রীলঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বাংলাদেশকে ৫’শ রানের মধ্যে আটকাতে চায় শ্রীলঙ্কা ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: প্রথম ইনিংসে বাংলাদেশকে ৫০০ রানের মধ্যে আটকাতে চায় শ্রীলঙ্কা। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা লঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবিরা জানালেন সেই লক্ষ্যের কথা।

থিলান সামারাবিরা বলেন, ‘প্রথম দিন শেষের দিকে আমরা দ্রুত দুটো বড় উইকেট তুলে নিয়েছি। দ্বিতীয় দিনের শুরু থেকেই সেটি ধরে রাখতে চাই।

আমাদের লক্ষ্য বাংলাদেশকে ৫০০ রানের মধ্যে বুক করে দেওয়া। ’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে ব্যাটিং উইকেট মন্তব্য করে বাংলাদেশের সাবেক এই ব্যাটিং  কোচ বলেন, ‘উইকেট কেমন এটা বলা এখন পর্যন্ত কঠিন, কেননা আমরা এখনো ব্যাটিং করেনি। তবে আমি যেটা ফিল করছি সেটি হলো এটি ব্যাটিং উইকেট। ব্যাট করলে পুরোপুরি বলা যাবে। ’

মুমিনুল-মুশফিক জুটির প্রশংসা ঝরেছে তাদেরই সাবেক গুরুর মুখ থেকে। ‘দুজনেই অসাধারণ খেলেছেন। বিশেষ করে মিনি (মুমিনুল) দুর্দান্ত খেলেছে। সে স্পিনের বিপক্ষে খুব ভালো ব্যাটিং করেছে। ’

বোলাররা সামর্থ্যের চেয়ে খারাপ বোলিং করেছে মন্তব্য করে সামারাবিরা বলেন, ‘আমাদের বোলাররা সেভাবে ভালো বোলিং করতে পারেনি। তারা আরও ভালো বোলিং করেন। প্রথম দিন আমরা ৪০ রান বেশি দিয়ে ফেলেছি। ’

নিজের দেখা মুমিনুল ও এই মুমিনুলের মধ্যে পার্থক্য কি? এমন প্রশ্নে সামারাবিরা বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে টাফ কন্ডিশনে ব্যাটিং করতে হয়েছে। সেই তুলনায় আজকের উইকেট ব্যাটিংবান্ধব ছিল। যার পুরো সুবিধা আদায় করে নিয়েছে সে। ’

প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৩৭৪ রান। ১৭৫ রান করে এখনো উইকেটে আছেন মুমিনুল হক। তার সঙ্গে ৯ রান করে অপরাজিত আছেন এই টেস্টে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।