ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের পরিবর্তন টেকনিকে নয়, মানসিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
মুমিনুলের পরিবর্তন টেকনিকে নয়, মানসিকে ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: অনেকদিন ধরে পুরোপুরি নিজের ছন্দে না থাকা মুমিনুল হক শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় কোচ সালাহ উদ্দিনের সঙ্গে। তবে তার সঙ্গে ব্যাটিং টেকনিক নিয়ে নয়, মুমিনুল কাজ করেছেন মনস্তাত্বিক বিষয় নিয়ে। মুমিনুল নিজেই খোলাসা করেছেন সেটি। ১৭৬ রানের ধ্রুপদী ইনিংস তাহলে চিন্তার পরিবর্তনেই!

প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ‘লিটল মাস্টার’। এই সিরিজের আগে সালাউদ্দিনের সঙ্গে নিজের টেকনিক নিয়ে অনেক কাজ করেছেন-এমন প্রশ্ন আসতেই দ্রুত তা নিজের কভার ড্রাইভের মতোই উড়িয়ে দিলেন মুমিনুল।

মুখে হাসি নিয়ে বলেন, ‘আমি কোনো টেকনিক নিয়ে কাজ করিনি। স্যার (সালাহউদ্দিন) কিছু কিছু কাজ দিয়েছেন, তা করেছি। বিশেষ করে নিজের চিন্তা, ভাবনা আর মানসিক কিছু বিষয় নিয়ে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যা হলো ভালোই হলো। ’

সেই চিন্তাটা সুনির্দিষ্টভাবে কি ছিল? এমন প্রশ্নে আরও জোরদার হাসি নিয়ে মুমিনুলের জবাব, ‘সেসব বলতে গেলে তো সংবাদ সম্মেলন শেষই হবে না। এতটুকু বলতে পারি। পজিটিভ চিন্তা নিয়ে কাজ করেছি। আগে আমি ৬০-৭০-৮০ রান করে আউট হয়েছি। সেটিকে কিভাবে ওভারকাম করে আরও ভালো করা যায় তা নিয়ে কাজ করেছি। ’

তবে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মুমিনুল সাংবাদিকদের উদ্দেশে বলতে থাকেন, ‘আমি যদি কি টেকনিক নিয়ে কাজ করেছি তা বলে দেই, প্রতিপক্ষরা জেনে যাবে না। হা হা হা। ’

অনেকদিন ধরেই স্বভাববিরুদ্ধ চুপচাপ-শান্ত ছিলেন মুমিনুল হক। বাদ পড়া, মানসিক চাপে জবুথবু থাকা মুমিনুল যেন নিজেকে আড়াল করেই রাখতেন সবসময়। তবে দুরন্ত ব্যাটিংয়ের পর নিজের সেই খোলস থেকেও যেনো বেরিয় আসলেন তিনি।  ‘বুনো উল্লাস’ নিয়ে যা বললেন মুমিনুল

১৭৬ রানের ইনিংসের পরেও একটা সেশন কম খেলতে পারার আক্ষেপ ঝরেছে মুমিনুল হকের। বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথম ইনিংসে ৬০০ রান তোলা। কিন্তু দিনের শুরুতেই মুমিনুল হককে হারিয়ে সেই লক্ষ্য আর পূরণ হয়নি। ৫১৩ রানে সবকটি উইকেটের পতন ঘটে।

তাই মুমিনুল বলেন, ‘আমার আউটটাই বড় ঝামেলা ছিল। আমি যদি আর একটা সেশন খেলতে পারতাম তাহলে দলের জন্য ভালো হতো। ’

দ্বিতীয় দিনের শুরুতেই রঙ্গনা হেরাথের বলে কুশল মেন্ডিসের দুর্দান্ত ক্যাচে ফেরা মুমিনুলের আরও একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছে। তা হলো ডাবল সেঞ্চুরির সুযোগ বঞ্চিত হওয়া। তবে সেটা নিয়ে না ভাবা মুমিনুল ভাবছেন দলের কথা। টিমের জন্য আরেকটু অবদান রাখতে পারলে ভালো হতো। সেই আক্ষেপই ঝরেছে তার কণ্ঠে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।