ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন বাঁশী বাদক রাজা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
চলে গেলেন বাঁশী বাদক রাজা চলে গেলেন বাঁশী বাদক রাজা

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলা একাডেমির মেলা চত্বরে বাঁশী বাদক রাজা মোহাম্মদ আলাউদ্দিন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

লিভার, ডায়াবেটিসসহ নানা অসুখে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকার পর ১ ফেব্রুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন।

রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা রাজার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলপার দৌলতপুর থানার ঠোটাপাড়া গ্রামে।

ক্রিকেটপ্রেমী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জনস্বার্থে বাংলাদেশ ও শরিয়ত ফাউন্ডেশন তার মৃত্যুতে গভীর শো্ক জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।