ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ মিশন শেষে দেশে টাইগার যুবারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বিশ্বকাপ মিশন শেষে দেশে টাইগার যুবারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল-সবুজের যুবারা/ছবি: বাংলানিউজ

ঢাকা: নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১১ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল-সবুজের এ যুবারা।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে থাকা নামিবিয়া ও কানাডার বিপক্ষে টানা দুই জয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের যুবারা।

সুপার লিগ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ভারত হওয়ায় কলকে পাননি সাইফ-আফিফরা। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ১৩১ রানের বিশাল ব্যবধানের হারে ছিটকে যেতে হয়েছে মুল লড়াই থেকে। এরপর সুপার লিগ প্লে অফ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও শেষটা হয়েছে হার দিয়ে।

পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে দ. আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের লজ্জার হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ।

গত বছরের ২৬ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছিলো বাংলাদেশ অনু-১৯ দল।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।