পাশের ভেন্যু অর্থাৎ চার নম্বর মাঠে মাশরাফির আবাহনী লিমিটেডকে মোকাবিলা করবে নাফিস ইকবালের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শুভাগত হোমের নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
রোববার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডিপিএলের পঞ্চম সিজনের আরেক নবাগত টিম অগ্রণী ব্যাংক দলপতি আব্দুর রাজ্জাক ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দলপতি নাফিস ইকবাল।
টুর্নামেন্টকে সামনে রেখে তেমন কোনো টার্গেট এখনও নির্ধারণ করেননি আব্দুর রাজ্জাক। তবে ম্যাচ বাই ম্যাচ জয়ই তার প্রাথমিক লক্ষ্য, ‘ওই রকম কোনো লক্ষ্য সেট করিনি যে এটা করতে হবে, ওটা করতে হবে। আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো। এরপর যা হয়। দেখা যাবে। ’
পাশাপাশি সীমিত ওভারের পুরো লিগেই স্পোর্টিং উইকেট আশা করছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক। এই অভিজ্ঞ স্পিনারের কথায়, ‘আমি আশা করবো স্পোটিং উইকেট। কিছু উইকেট থাকে বোলাররা ভালো করতে পারলে সেটাতে ভালো হয় আবার ব্যাটসম্যানরা ভালো করলেও ভালো হয়। যেন একদিকে চলে না যায়। আমি নিশ্চিত এখন যে আবাহাওয়া ওই ধরনের উইকেট সম্ভব। এবং তাই হবে আশা করি। ’
এদিকে টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন খেলাঘর দলপতি নাফিস ইকবাল, ‘ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। আমরা ওইভাবে নামে বিশ্বাস করি না যে নামিদামি দল হলেই ভালো খেলতে পারে। তবে হ্যাঁ, ভালো দল হলে অবশ্যই একটা সুবিধা থাকে। কিন্তু ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য এবং আশা করি পজিটিভ ক্রিকেট খেলে প্রত্যাশা মতো রেজাল্ট পাব। ’
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম