ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুত্রকে কোলে নিয়ে মুশফিক, দোয়া কামনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
পুত্রকে কোলে নিয়ে মুশফিক, দোয়া কামনা মুশফিকের ফেসবুক থেকে নেওয়া ছবি

বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

একই দিন বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুত্রকে কোলে নিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিক একটি ছবিসহ পোস্ট দেন।

সবার কাছে দোয়া কামনা করে মুশফিক বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘরে একটি ছোট্ট সন্তান এসেছে এবং আমি সবার কাছে আমাদের ছেলের জন্য দোয়া চাই।

’-জাজাকাল্লা খায়ের।

এর আগে সকালে মুশফিকের ঘনিষ্ঠ সূত্র থেকে তার পুত্র সন্তানের আগমনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বাংলানিউজকে বলেছেন, তার নাতি দেখতে মুশফিকের মতোই হয়েছে। পরিবারের সবাই খুব খুশি। এখনো নাম ঠিক করা হয়নি।

পরিবারের সবার সঙ্গে বসে মুশফিকের ছেলের নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।