যা করতে তিনি খেলেছেন ১২২টি বল। যেখানে চারের মার ছিল ৭টি ও ছয় ৪টি।
বলা বাহুল্য তাদের এমন দৃঢ় ব্যাটিংয়েই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৭-১৮ মৌসুমের উদ্বোধনী ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে শুরুটা বাজে করলো গেল আসরের চ্যাম্পিয়নরা। গাজী গ্রুপের দেয়া ১৭৭ রানের লক্ষ্য আব্দুর রাজ্জাকরা টপকে গেছে মাত্র ২ উইকেটের খরচায়।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেএসপি তিন নাম্বার মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মেহেদি হাসানের ৪১ ও শফিউল হায়াত হৃদয়ের ৩৩ রানে ১৭৬ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
অগ্রণী ব্যাংকের হয়ে বল হাতে শাহবাজ চৌহান ৩টি এবং আল-আমিন হোসেন, সৌম্য সরকার ও আব্দুর রাজ্জাক নিয়েছেন ২টি করে উইকেট।
জবাবে ১৭৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য-রিফাতের অপরাজিত ৮৯ ও ৫৫ রানে ৩৯.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে নোঙর ফেলে অগ্রণী ব্যাংক। গাজী গ্রুপের হয়ে বল হাতে আবু নাসের ও মেহেদি হাসান ১টি করে উইকেট নিয়েছেন। এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ৫ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ করেছে নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মার্শাল আইয়ুবের ৭৪ ও শাহানুর রহমানের ৩২ রানে ৭ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় প্রাইম দোলেশ্বর। শাইনপুকুরেরর হয়ে বল হাতে শুভাগত হোম, সুজন হাওলাদার ২টি করে এবং মোঃ সাইফউদ্দিন, রায়হান উদ্দিন ও নাইম ইসলাম (জুনি) নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুভাগত হোমের ৫৮, আফিফ হোসেন ধ্রুব’র ৫৬ ও সাব্বির হোসেনের ৪১ রানে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শাইনপুকুর।
প্রাইম দোলেশ্বেরের হয়ে বল হাতে ফরহাদ রেজা, দেওয়ান সাব্বির আহমেদ, সালাহউদ্দিন শাকিল, আরাফাত সানি ও শাহানুর রহমান ১টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস