সংযুক্ত আরব আমিরাতের শারাজায় প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। জবাবে ৩২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নবীর অপরাজিত ৪০ রানের সুবাদে উল্লাস করে মাঠ ছাড়ে আফগানিস্তান। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান নবী। ওপেনার মোহাম্মদ শাহজাদ করেন ২০ রান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নেন ব্লেসিং মুজারবানি।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপে পড়ে জিম্বাবুয়ে। ওপেনার সলোমান মায়ার করেন সর্বোচ্চ ৩৪ রান। ২১ বলে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। ২৭ রানে অপরাজিত থাকেন ম্যালকম ওয়ালার।
৪ ওভার বল করে মাত্র ১৯ রানে ৩টি উইকেট দখল করেন রশিদ। দুটি উইকেট পান শরাফুদ্দিন আশরাফ। আর ম্যাচ সেরা নবী এক ওভার বল করে ২ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন।
৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস