এর আগে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজই শেষ হয়ে যায় লঙ্কানদের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক ম্যাথিউজের।
এই দলে অবশ্য তরুণদের সুযোগ দিয়েছে লঙ্কান নির্বাচকরা।
এদিকে অভিজ্ঞ লেগস্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিস দীর্ঘ পাঁচ বছর পর লঙ্কার টি-২০ দলে ফিরেছেন। সর্বশেষ তিনি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন। জাতীয় দলের হয়ে ২০১৫ সালে খেলেছেন সর্বশেষ ওয়ানডে।
প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে। আর ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-২০।
শ্রীলঙ্কা টি-২০ দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসাল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশাঙ্কা, জেফরি ভান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস, আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস