কেপ টাউনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে ভারত। যেখানে ওয়ান ডাউনে নামা কোহলি একাই করেন ১৬০ রান।
আরেক ওপেনার রোহিত শর্মা প্রথম ওভারের শেষ বলে আউট হলে। দ্বিতীয় ওভার থেকে শেষ ওভার পর্যন্ত মাঠে থাকেন কোহলি। শেষ পর্যন্ত তিনি ১৫৯ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৬০ রানে অপরাজিত থাকেন।
এদিকে রেকর্ড গড়া কোহলির ওপর অধিনায়ক হিসেবে যে কোনো দেশের হয়ে রয়েছেন কেবল অস্ট্রেলিয়ান রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার এডি ডি ভিলিয়ার্স। সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি করে সবার ওপরে পন্টিং। ১৩টি সেঞ্চুরি রয়েছে ডি ভিলিয়ার্সের।
এই সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে ৪৬ রানে অপরাজিত ছিলেন। ভারত সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস