২০১৪ সালের ২৫ অক্টোবর মুশফিকুর রহিমদের কাছে ওই সংগ্রহে নিজেদের ইনিংসের সমাপ্তি টেনেছিল ব্রেন্ডন টেইলর ও তার দল।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শুরুতেই সুরাঙ্গা লাকমলের বলে বাজে শট খেলতে গিয়ে ব্যক্তিগত ২৫ রানে ক্রিজ ছাড়া হন লিটন দাস।
এরপর সাব্বির ০, সমান ১ রানে রাজ্জাক ও তাইজুল ড্রেসিংরুমের পথ দেখলে লাঞ্চ বিরতির আগেই হোম অব ক্রিকেটের সর্বনিম্ন সংগ্রহেই সন্তুষ্ট থাকতে হয় টাইগার শিবিরকে।
একই ভেন্যুতে ১১৮ রানে অলআউট হয়ে সর্বনিম্ন তৃতীয় সংগ্রহাকের তালিকায়ও স্বাগতিকরা। ২০০৭ সালের ২৫ মে সফরকারী ভারতের কাছে ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম