কাপালির দল ব্রাদার্স প্রাইম ব্যংককে ২৪ রানে হারিয়েছে। এ নিয়ে এবারের আসরে টানা দুই ম্যাচেই জয়ের দেখা পেল ব্রাদার্স।
বিকেএসপিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান করে ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক কাপালি। তার ঝড়ো ইনিংসটি ছিল ৬৭ বলে পাঁচটি চার ও সমান ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ বলে ৬৯ করে অপরাজিত থাকেন ইয়াসির আলি।
প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট লাভ করেন দেলোয়ার হোসেন ও আরিফুল হক।
জবাবে ব্যাট করতে নেমে তিন ব্যাটসম্যানের অর্ধশতর পরও লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রাইম ব্যাংক। ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৭০ করে দলটি। সর্বোচ্চ ৮৮ করে নাহিদুল ইসলাম। জাকির হাসান ও কুনাল চান্দেলা ঠিক ৫০ রান করে আউট হন।
ব্যাটের পাশাপাশি বলেও দাপট দেখান কাপালি। ১০ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন তিনি। দুই উইকেট করে পান খালেদ আহমেদ ও সোহরোয়ার্দী শুভ।
টানা দুই ম্যাচ জেতা ব্রাদার্স পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে। সমান ম্যাচে সমান জয়ে শীর্ষে আবাহনী লিমিটেড। তবে এক জয় ও সমান হারে প্রাইমের অবস্থান ছয়ে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস