বিকেএসপিতে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে শেষ জামাল। সর্বোচ্চ ৪৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭১ করেন তানভির হায়দার।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৬ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৪৮ রান করেন ধীমান ঘোষ। ৪৪ রান করেন দারুণ বল করা শফিউল।
শেখ জামালের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও ইলিয়াস সানী।
টানা দুই জয়ে লিগ টেবিলের তিনে শেখ জামাল। শীর্ষে আবাহীন ও দ্বিতীয় ব্রাদার্স ইউনিয়ন। আর এক জয় ও সমান হারে সাতে অগ্রণী ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস