দ্বিপাক্ষিক সিরিজ সফরে দ. আফ্রিকায় এক ম্যাচের টি-টোয়েন্টি ছাড়া যেকোনো ফরমেটেই ভারতের প্রথম সিরিজ জয় এটি। টানা তিন ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর পর ফের হতাশায় ডুবলো স্বাগতিক শিবির।
রানআউট হওয়ার আগে হাশিম আমলার ব্যাট থেকে আসে ৭১। আইদেন মার্করাম ৩২, ডেভিড মিলার ৩৬ ও হেইনরিখ ক্লাসেন ৩৯ রান করেন। এবি ডি ভিলিয়ার্স ৬, জেপি ডুমিনি ১ রানে সাজঘরের পথ ধরেন।
চারটি উইকেট দখল করেন কুলদীপ যাদব। দু’টি করে নেন যুজভেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ডে। অন্যটি জানপ্রিত বুমরাহর। উইকেটশূন্য থাকেন ভুবনেশ্বর কুমার।
এর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে সাত উইকেটে ২৭৪ রান তোলে ভারত। ১১৫ রানে থামেন ছন্দে ফেরা রোহিত। রানআউট হন কোহলি (৩৬)। শ্রেয়াস আয়ার ৩০, মহেন্দ্র সিং ধোনি ১৩ রানে বিদায় নেন। ১৯ রান করে অপরাজিত থাকেন ভুবনেশ্বর। পেসার লুঙ্গি এনগিদি চারটি উইকেট লাভ করেন।
আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সেঞ্চুরিয়নে ছয় ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ৪-১ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম