ছবি: সংগৃহীত
ব্রাদার্স ইউনিয়নের মিজানুরের সেঞ্চুরি ম্লান করে দিলেন প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে মিজানুরের সেঞ্চুরিতে ব্রাদার্স নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছিল। জবাবে ৪৯.১ ওভার শেষে ৩ উইকেটের জয় পায় অগ্রণী।
ফতুল্লায় টস হেরে আগে ব্যাট করতে নামা ব্রাদার্সের হয়ে উদ্বোধনী জুটিতে ২০০ তোলেন মিজানুর ও জুনায়েদ সিদ্দিকী। তবে ১০৩ বলে ৯২ করে বিদায় নেন জুনায়েদ।
কিন্তু ঠিকই সেঞ্চুরি তুলে নেন মিজানুর।
অগ্রণীর হয়ে শফিউল ইসলাম একাই ৪ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে আজমির আহমেদ (৬৫), সালমান হোসেন (৬৩), রিশি ধাওয়ানের (৭০) ও জাহিদ জাভেদের (৫৫) হাফসেঞ্চুরিতে ভর করে জয় তুলে নেয় অগ্রণী।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।