বিকেএসপির তিন নম্বর মাঠে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দোলেশ্বরের হয়ে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। তবে তিন মিডঅর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুব (৪২), ফরহাদ হোসেন (৪৯) ও জোহাইব খানের (৪১) সম্মিলিত চেষ্টায় জয় উদযাপন করে দোলেশ্বর।
অগ্রণীর হয়ে ২টি করে উইকেট পান শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দোলেশ্বর বোলারদের তোপে পড়ে অগ্রণী ব্যাটসম্যানরা। শেষ দিকে নেমে অপরাজিত দলীয় সর্বোচ্চ ৬৪ করেন বোলার শফিউল ইসলাম। আর ৪৬ রান আসে ইসলামুল আহসানের ব্যাট থেকে।
দোলেশ্বর বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান শরিফুল্লাহ ও জোহাইব খান। ম্যাচ সেরার পুরস্কার ওঠে জোহাইবের হাতে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমএমএস