তারা হয়তো পেরেছে এবং সেই লক্ষ্যে তারা বেশ কিছু দূর এগিয়েও গেছে। শনিবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজ কার্যালয়ে তেমনই ইঙ্গিত দিলেন বিসিবি পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম বলেন, ‘বিপিএলের আগে একটা টি-টোয়েন্টি করার চিন্তা ভাবনা আমাদের আছে। বিপিএলের সেক্রেটারি সাহেব অলরেডি সেটা ডিক্লেয়ার করেছেন। বাংলাদেশর বেস্ট প্লোরদের নিয়ে। ’
টুর্নামেন্টের দলগুলো কেমন হবে? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের এই প্রধান জানালেন, ‘দলগুলো বিসিএলের মত। যেমন চারটা দল ভাগ করে আমরা যে টুর্নামেন্ট করি ওই টাইপের টুর্নামেন্ট মাথায় আছে। যেখানে সুযোগ পাচ্ছেন দেশের চারটি অঞ্চলের সেরা
ক্রিকেটাররা। ’
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৮
এইচএল