ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫-৬ সপ্তাহ মাঠের বাইরে তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
৫-৬ সপ্তাহ মাঠের বাইরে তামিম ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: হাঁটুর ইনজুরি গুরুতর হওয়ায় আগামী ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।পিএসলে পেশোয়ার জালমির হয়ে এলিমিনেটর ম্যাচে হাঁটুতে ব্যথা অনুভব করলে ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তামিম।

সেখানে তার হাঁটুতে স্ক্যান শেষে কোনো সুসংবাদ দিতে পারেননি ব্যাংককের চিকিৎসকেরা। বরং যা শুনিয়েছেন সেটা তার জন্য দুঃসবাদই বয়ে আনলো।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র রোববার (২৫ মার্চ) বিষয়টি জানিয়েছে। সুত্রের দেয়া তথ্যমতে, ‘ব্যাংককে ওর স্ক্যান রিপোর্ট ভাল আসেনি। হাঁটুর যা অবস্থা তাতে হয়তো আগামী ৫-৬ সপ্তাহ তাকে বিশ্রাম নিতে হবে। এর মধ্যেই সে তার পুনর্বাসনের কাজ চালিয়ে যাবে। ’

প্রসঙ্গত, গেল ২২ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পিএসএল নয়, সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতেই অজি শল্যবিদ ডেভিড ইয়াং তার যে হাঁটুতে অস্ত্রপচার করেছিলেন সেখানে ব্যথা অনুভব করছিলেন তামিম। ফলে কালবিলম্ব না করে টুর্নামেন্ট শেষ না করেই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ব্যাংককের বিমানে চাপেন এই টাইগার হার্ডহিটার।

২৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।