মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় তুলে নেয় শেখ জামাল। ২৪৯ রানের টার্গেট কমে দাঁড়ায় ৪৭ ওভারে ২২৬।
অধিনায়ক জহুরুল ইসলাম ২৯, ইমরুল কায়েস ৩৬ (রানআউট), জাকের আলী ৬১ রান করে আউট হন। ৫২ রানে অপরাজিত থাকেন আসিফ অাহমেদ। তিনটি উইকেট নেন রবিউল হক।
এর আগে টস হেরে ব্যাটিং পেয়ে ৪৭.৪ ওভারে সবকটি হারিয়ে স্কোরবোর্ডে ২৪৮ রান তোলে ছন্দে থাকা শেখ জামাল। ৮৬ রানের ইনিংস খেলেন জিয়াউর রহমান। অধিনায়ক নুরুল হাসান সোহান ১৯, অর্ধশতক হাঁকান ওপেনার সৈকত আলী (৫১) ও তানভীর হায়দার (৫০)। চারটি উইকেট দখল করেন উদীয়মান পেসার আবু হায়দার রনি।
ফতুল্লায় লো-স্কোরিং ম্যাচে রূপগঞ্জের ৮ উইকেটে ২১৬ রানের জবাবে জয়ের কাছাকাছি গিয়ে ১২ রানে হার মানে খেলাঘর। ৭ বল বাকি থাকতে ২০৪ রানে থামে তাদের ইনিংস। ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ৭৭ ও অধিনায়ক নাজিমুদ্দিন করেন ৪৫। দু’টি করে উইকেট নেন আসিফ হাসান, পারভেজ রসুল, মোশাররফ হোসেন ও সৈয়দ রাসেল। অন্য দু’টি মোহাম্মদ শহীদ ও নাঈম ইসলামের।
রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে দলপতি নাঈম ৩৩, মোশাররফ ২৬, আসিফ হাসান ২০ ও আট নম্বরে নেমে ৬৩ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা নাজমুল হোসেন মিলন। পেসার সাদ্দাম হোসেন চারটি ও তিনটি উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
এদিকে, বিকেএসপিতে চার সেঞ্চুরির রেকর্ডময় ম্যাচে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে জয়ে ফিরেছে আবাহনী। চার সেঞ্চুরির ম্যাচে আবাহনীর রেকর্ড গড়া জয়
পয়েন্ট টেবিলে রাউন্ড রবিন পর্বের ১১ ম্যাচসহ ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ হারে আবাহনীর সংগ্রহ ২০। সমান ম্যাচে সমান ২ পয়েন্ট পিছিয়ে রুপগঞ্জ ও শেখ জামাল। ১৫ পয়েন্টে চার নম্বরে দোলেশ্বর। গাজী গ্রুপ ও খেলাঘরের পুঁজি ১৪।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
এমআরএম