যেখানে দ্বিতীয় দিনের শুরুতে ১৭ রান যোগ করতে পারা ইংল্যান্ড অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩০৭ রান করে। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পাওয়া জনি বেয়ারস্টো ১০১ রানে থামেন।
জবাব দিতে নেমে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের তোপে বিপর্যয়ের শিকার হয় স্বাগতিকরা। অধিনায়ক কেন উইলিয়ামসন (২২) ছাড়া চারজনই এক অঙ্কের ঘরে আউট হন।
তবে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৪২ রানের জুটি গড়েন এই ওয়াটলিং-গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ষষ্ঠ উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ২৪ বছর আগে মার্টিন ক্রো-অ্যাডাম প্যারোরে জুটির গড়া ১৪১ রানের রেকর্ড ভেঙেছেন দুজন। তবে ওয়াটলিং ৭৭ রানে অপরাজিত থাকলেও পরে গ্র্যান্ডহোমকে (৭২) ফিরিয়েছেন ব্রড।
ইংলিশ বোলারদের মধ্যে ৪ উইকেট নেন ব্রড। বাকি দুটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৮
এমএমএস