এমন অবস্থায় ভারতে চলমান আইপিএলও রাজ্যটিতে হুমকির মুখে পড়েছে। কেননা বিবাদমান অবস্থা চলাকালীন এই মেগা আসরকে বিড়ম্বনা হিসেবে দেখছেন তারা।
বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, প্রতিবাদকারীরা পরিকল্পনা করছে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরে তারা কালো পতাকা নিয়ে ঢুকবে। তবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, যে কোনো ধরনের বাজে পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত তারা।
আরও জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তিদের ব্যানার, মোবাইল, ক্যামেরা ও অন্য কোনো গ্যাজেট নিয়ে মাঠের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি বাজে ভাষা ব্যবহারকারীদেরও সতর্ক করে দেওয়া হচ্ছে।
পুরো স্টেডিয়াম চত্বরে কড়া নিরাপত্তা থাকবে জানিয়ে এক সিনিয়র অফিসার বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ’
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় চেন্নাইয়ের মাঠ চিপুক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৮
এমএমএস