কারণ হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১২ সাল থেকে টানা তিন বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।
১৩টি আসর শেষে এবারে চতুর্দশ আসরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর। এশিয়া কাপের এবারের আসরে পূর্ণ সদস্য পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী হবে আরেকটি দল।
টুর্নামেন্ট খেলতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পেরিয়ে আসতে হবে বাছাই পর্ব। সেখানে তাদের সঙ্গী হংকং, নেপাল, ওমান ও পাপুয়া নিউগিনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এইচএল/জেডএস