মিলনেকে দলে নেওয়ার ব্যাপারে অবশ্য মুম্বাই অথবা আইপিএল কেউই ঘোষণা করেনি। তবে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের আগে মুম্বাইয়ের হয়ে অনুশীলন করেছেন তিনি।
এর আগে ২০১৬ ও ২০১৭ মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পাঁচটি আইপিএল ম্যাচ খেলেছেন ডানহাতি মিলনে।
মুম্বাইতে এসে মিলনে আবার পেয়ে গেলে তার আইডল শেন বন্ডকে। যিনি আবার এ দলের বোলিং কোচ। কিউই এ পেসার এখন পর্যন্ত ৭০ টি টি-টোয়েন্টি খেলে ৭.৭৭ ইকোনোমিতে ৮৩টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস