জবাবে ২০ ওভার খেললেও ৬ উইকেট হারিয়ে ১৯৮ রানের বেশি করতে পারেনি কোহলি-ডি ভিলিয়ার্সরা।
২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্র্যান্ডন ম্যাককালামকে হারায় ব্যাঙ্গালুরু।
কোহলি হাফসেঞ্চুরি করলেও ৩০ বলে ৫৭ রান করে বিদায় নেন। শেষ দিকে মানদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর চেষ্টা করলেও আর জয় পাওয়া হয়নি।
রাজস্থানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান শ্রেয়াস গোপাল। এছাড়া একটি করে উইকেট দখল করেন ক্রিশানাপ্পা গৌতম, বেন স্টোকস, ডা’আর্সি শর্ট ও বেন লাফলিন।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাট করেন রাজস্থানের স্যামসন। তিনি শেষ পর্যন্ত ৪৫ বলে দুটি চার ও ১০টি ছক্কায় ৯২ করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ করেন অধিনায়ক আজিঙ্কে রাহানে।
ব্যাঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট পান ক্রিস ওকস ও যুজভেন্দ্র চাহাল।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস/জেএম