ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুমরাহ’র সঙ্গে জমে উঠেছে মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
বুমরাহ’র সঙ্গে জমে উঠেছে মোস্তাফিজের ভারতীয় বুমরাহ’র সঙ্গে জমে উঠেছে মোস্তাফিজের-ছবি: সংগৃহীত

আইপিএলে নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের মৌসুমে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দলের তিন ম্যাচের সবকটিতেই সুযোগ পেয়েছেন। আর সুযোগ কাজে লাগিয়ে পারফরম্যান্সও দেখিছেন। তবে কপাল খারাপ জয়ের দেখা পায়নি রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই।

ইতোমধ্যে মুম্বাইয়ের সেরা বোলারের তালিকায়  কিন্তু মোস্তাফিজই ওপরে উঠে এসেছেন। ৩ ম্যাচে ১১.৫ ওভারে ৮৮ রানে পেয়েছেন ৫ উইকেট।

ডট বল দিয়েছেন ২৯, ইকোনমি রেট ৭.৪৩।

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের ফেইসবুক পাতায় একটি ভিডিও আপলোড করে। সেখানে ছিল মোস্তাফিজের সাক্ষাৎকার। কাটার মাস্টার বলেন, ‘এ বছর প্রথমবারের মতো আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছি। এর আগের দুই বছর আমি হায়দ্রাবাদে ছিলাম। ’

নতুন দলে এসে দারুণ সময় কাটছে এমনটিও জানালেন ফিজ খ্যাত এ তারকা, ‘ড্রেসিংরুমটা নতুন, অনেক সিনিয়র খেলোয়াড় আছে। আমার বয়সী অনেকে আছে। দলের সমন্বয়টা অনেক ভালো। কোচ, সতীর্থরা অনেক সহায়তা করে। নতুন কোচের সঙ্গে কাজ করলে সব সময়ই শেখা যায়। আমি শেখার চেষ্টা করছি। ’

মুম্বাইয়ে পেস বোলিংয়ে মোস্তাফিজ সঙ্গী হিসেবে পেয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে। আর তার সাথে খেলাটাও বেশ উপভোগ করছেন তিনি, ‘বুমরাহ এখন অনেক ভালো বোলিং করছে। বিশেষ করে ও ডেথ ওভারে অনেক ভালো বোলিং করে। দুইজন একসাথে বোলিং করতে পারছি। আমার খুব ভালো লাগছে। ’

আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে মুম্বাই। প্রতিপক্ষ হিসেবে থাকবে বিরাট কোহলির নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।