এইতো সেদিন বিসিএলের চলতি আসরের চতুর্থ রাউন্ডের দুই ইনিংসে হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।
কিন্তু তারপরেও সাদা পোশাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দরজা তার জন্য খুলছে না।
তবে বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যা বললেন তাতে কিছুটা হলেও সন্তুষ্ট হতে পারেন তুষার।
জুনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 'এ' দলের সিরিজে নাকি তুষারকে বিবেচনায় রাখা হবে, ‘ওকে নিয়ে আমরা বিবেচনা করছি। পারফরম্যান্সের সাথে সমঝোতা হয় না। '
মঙ্গলবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড চত্বরে তিনি একথা বলেন।
তবে তুষার ইমরানকে দলে ঠাই করে দিতে নান্নু শেষ পর্যন্ত অটল থাকতে পারবেন বলে মনো হলো না। সংশয় মিললো তার কথায়ই, ‘দেখতে হবে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করতে তার কতটুকু সামর্থ্য। দেশের বাইরে টেকনিক্যালি তারা কতটুকু দক্ষ সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। কারণ ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। '
জানা গেছে ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে 'এ' দলের স্কোয়াড ঘোষিত হবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস