দিন শেষে জহুরুল ইসলাম ৪৩ ও আরিফুল হক ১৭ রানে অপরাজিত আছেন।
এদিকে বল হাতে প্রথম দিন শেষে উজ্জ্বল পূর্বাঞ্চলের দুই অফস্পিনার সোহাগ গাজী ও মোহাম্মদ আশরাফুল।
মঙ্গলবার ( ১৭ এপ্রিল) বৃষ্টির বাধায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৫ ওভার খেলা কম হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ে নামা পূর্বাঞ্চলের প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ১৩ ওভার পর্যন্ত।
জুনায়েদ সিদ্দিককে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন সোহাগ।
শান্তর সঙ্গে দ্রুতই জমে উঠে ওপেনার মিজানুর রহমানের জুটি। সেই জুটিও ভাঙেন সোহাগ। তাকে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে আবু জায়েদের দারুণ ক্যাচে ফিরে যান মিজানুর। ৭৪ বলে খেলা তার ৪৬ রানের ইনিংসে ছিল চার ৫টি।
লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি উত্তরাঞ্চল। লাঞ্চ বিরতির শেষ দিকে বৃষ্টি নামলে লম্বা সময় খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে দ্রুত ফিরে যান ফরহাদ হোসেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
উত্তরাঞ্চল শিবিরে শেষ আঘাত হানেন আশরাফুল। তার স্পিন বিষে নীল হয়ে ইনিংসের সমাপ্তি টানেন নাজমুল হোসেন শান্ত (৭৩) ও ধীমান ঘোষ (১)।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস