আগামী দুই বছর মেয়াদে এসিসি সভাতির জন্য বাংলাদেশ থেকে একজন প্রার্থীর নাম চাওয়া হয়েছিল। বুধবারের বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্যরা পাপনের নাম চূড়ান্ত করেন।
এদিন বিসিবির সভা শেষে পাপন নিজেই সাংবাদিকদের এ তথ্য দেন।
পাপন বলেন, 'এসিসির সভাপতি এবার বাংলাদেশ থেকে হবে। আমাদের একটা নাম পাঠাতে হবে। আমার নামটাই পাঠাচ্ছে। '
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বতর্মান সভাপতি পাকিস্তানের শাহরিয়ার খান। তার কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনের ৩০ তারিখ।
১ জুলাই থেকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন পাপন। এর ফলে বাংলাদেশ থেকে এসিসির চতুর্থ সভাপতি হবেন পাপন।
১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে আলী আজগর লবি। তৃতীয় সভাপতি আ হ ম মোস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস