ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মে ১, ২০১৮
ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ছবি: সংগৃহীত

এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। যেখানে দু’দল ৬ ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলবে। যদিও এ ম্যাচটি দিবা-রাত্রির হচ্ছে না। এ মাঠে অজিরা ফ্লাড লাইটের নিচে ইতিমধ্যেই চারটি টেস্ট খেলে ফেলেছে। কিন্তু ভারত গোলাপী বলে টেস্ট খেলতে রাজি নয়।

দ্বিতীয় টেস্ট ১৪ ডিসেম্বর শুরু পার্থে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরু মেলবোর্নে।

চতুর্থ টেস্ট সিডনিতে শুরু ২০১৯’র ৩ জানুয়ারি থেকে।

পূর্ণাঙ্গ সফরটি অবশ্য টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। প্রথমটা ২১ নভেম্বর গ্যাবায়। ২৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচ মেলবোর্নে। ২৫ নভেম্বর তৃতীয় টি-২০ সিডনিতে।  

এ সফরে রয়েছে ৩টি একদিনের ম্যাচও। যার প্রথমটা ২০১৯’র ১২ জানুয়ারি সিডনিতে। ১৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে। ১৮ জানুয়ারি তৃতীয় ম্যাচ হবে মেলবোর্নে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ০১ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।