শুক্রবার (০৬ জুলাই) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগের দিনের ৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা সোহান অর্ধশতক তুলে নিয়েছেন দিনের মধ্যাহ্ন বিরতির আগেই।
দারুণ আত্মবিশ্বাসী ব্যাটে গ্যাব্রিয়েল, হোল্ডারদের মোকাবেলা করে সাদা পোশাকে নিজের ব্যাক্তিগত সর্বোচ্চ সংগ্রহ করেন সোহান।
তার ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে দলীয় শতরানের রানের কোটা পার করেছে সাকিব শিবির।
এর আগে দিনের একেবারে প্রথম ওভারের শ্যানন গ্যাব্রিয়েলের দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৫ রানে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।
টাইগারদের অষ্টম উইকেট শিকারিও শ্যানন। ব্যক্তিগত ৭ রানে বোল্ড আউট করেছেন টেলেন্ডার কামরুল ইসলাম রাব্বিকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৬ রান। স্বাগতিকদের চেয়ে এখনও ২২৭ রানে পিছিয়ে কোচ স্টিভ রোডসের শিষ্যরা।
প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিলো ৪০৬ রান।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এইচএল/জেডএস