অবশ্য স্বাগতিকরাও জবাবটা মন্দ দেয়নি। বোলিংয়ে নেমে দিন শেষে ৭৮ রানের বিনিময়ে তুলে নিয়েছে প্রতিপক্ষের ৩ উইকেট।
এর একটি নিয়েছেন মাত্রই ইনজুরি থেকে দলে ফেরা মোস্তাফিজুর রহমান। বাকি দুটি উইকেটের শিকারি সৌম্য সরকার ও নাইম হাসান।
লঙ্কানদের হয়ে দিন শেষে ৫৩ রানে অপরাজিত আছেন শিহান জয়সুরিয়া। আর ৭ রানে অপরাজিত চ্যারিথ আশালঙ্কা।
এর আগে মঙ্গলবার (১০ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের আক্রমনাত্মক বোলিংয়ে ১৬৭ রানে অলআউট হয় মোহাম্মদ মিঠুন ও তার দল।
ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে জাকির হাসান ৪২, সানজামুল ইসলাম ৪১ ও নাইম হাসান ২২ রান সংগ্রহ করেন।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে প্রবাথ জয়সুরিয়া, মালিন্দা পুস্পকুমারা, শিহান জয়সুরিয়া ৩টি করে। আর বিশ্ব ফার্নান্দো নিয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস