অবসর প্রসঙ্গে হেরাথ বলেন, ‘প্রত্যেকেই এই পথে যেতে হবে এবং আমিও শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আর একটি সিরিজই আমি খেলছি (প্রতিপক্ষ ইংল্যান্ড)।
এ মাসের শুরুতেই অবশ্য এক সাক্ষাৎকারে হেরাথ অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।
চলতি বছরের নভেম্বর থেকে তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফর করবে ইংলিশরা। যেখানে গলে ৬ নভেম্বর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
হেরাথ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯২ টেস্টে ৪৩০টি উইকেট পেয়েছেন। যেটি তাকে সর্বকালের সেরা উইকেট শিকারিদের তালিকায় ৯-এ রেখেছে। তিনি আর ৫টি উইকেট পেলেই স্যার রিচার্ড হ্যাডলি ও কপিল দেবকে হটিয়ে ৭ নম্বরে উঠে আসবেন।
অভিজ্ঞ এ স্পিনার টেস্ট ইনিংসে মোট ৩৪বার ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন। সর্বকালের সেরাদের মধ্যে এই তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। তার আগে আছেন কেবল অনিল কুম্বলে (৩৫), হ্যাডলি (৩৬), শেন ওয়ার্ন (৩৭) ও সবার ওপরে থাকা স্বদেশী মুত্তিয়া মুরালিধরন।
১৯৯৯ সালের ২২ সেপ্টেম্বর গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিলে হেরাথের। যেখানে ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন এই তারকা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৮
এমএমএস