ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি মিথ্যে বলেছেন, দাবি অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
কোহলি মিথ্যে বলেছেন, দাবি অ্যান্ডারসনের অ্যান্ডারসন-কোহলি দ্বৈরথ আসন্ন টেস্ট সিরিজের অন্যতম আকর্ষণীয় অধ্যায়-ছবি: সংগৃহীত

আগস্টের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই জমে উঠেছে কথার লড়াই। কিছুদিন আগে বিরাট কোহলি দাবি করেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে রান না পাওয়া বড় কোন ব্যাপার নয়। এবার ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন কোহলির এই মন্তব্যকে ‘মিথ্যে’ সাব্যস্ত করলেন।

আধুনিক টেস্ট ক্রিকেটে কোহ্লি-অ্যান্ডারসন দ্বৈরথ হচ্ছে অন্যতম আকর্ষণীয় বিষয়। ২০১৪ সালের টেস্ট সিরিজে কোহলিকে পাঁচবার আউট করে চমকে দিয়েছিলেন অ্যান্ডারসন।

দুর্দান্ত ফর্মে থাকা কোহলি সেবার পাঁচ টেস্টে মাত্র ১৩৪ রান করতে পেরেছিলেন।

এবারও বিশ্বের সেরা ব্যাটসম্যানকে একইভাবে পরাস্ত করতে চান ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকতেই প্রথম তোপটা দাগলেন তিনি।
 
কোহলির মন্তব্যের জবাবে অ্যান্ডারসন বলেন, বিরাট যদি বলে, ওর রান না পাওয়া বড় ব্যাপার নয়, তাহলে আমার মনে হচ্ছে- ও মিথ্যে কথা বলছে।
 
তবে অ্যান্ডারসন ভালো করেই জানেন ইংলিশদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবেন এই কোহলি। তাইতো তিনি বললেন, ভারতকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিততে হলে বিরাটের রান করাটা খুব জরুরি। আমি নিশ্চিত যে, বিরাটও এখানে রান পেতে কঠোর পরিশ্রম করবে।
 
কোহলির সঙ্গে পুরনো দ্বৈরথ নিয়ে অ্যান্ডারসন বলেন, বিরাটের লড়াই শুধু আমার সঙ্গেই নই। বরং ইংল্যান্ডের বোলারদের সবাই ওকে থামাতে চাইবে। আমার বিশ্বাস লড়াইটা জমবে।
 
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দারুণ ফর্মে আছেন। ইংল্যান্ডের বিপক্ষেই সমাপ্ত টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ মিলিয়ে ৬০ গড়ে ৩০১ রান করেছেন তিনি।
 
ব্যাটসম্যান কোহলির প্রশংসা করে অ্যান্ডারসন বলেন, সে দারুণ ফর্মে আছে। তবে টেস্ট কিন্তু আলাদা। যদিও কোহলির মতো ব্যাটসম্যানরা বল অনেক দেরিতে খেলে। ফলে হাতে বেশি সময় পায় আর তাতে বোলারকে মন্থর মনে হতে পারে। তাকে আটকানো সহজ নয়, তা সাদা বা লাল বল যাই হোক না কেন। তবে লাল বল কিছুটা বেশি সুইং আর রিভার্স করে।
 
আগামী ১ আগস্ট বার্মিংহামে ভারত-ইংল্যান্ড সিরিজ মাঠে গড়াবে।
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।