২০১৭ সালে ভারতের রাঁচিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে আল জাজিরার স্টিং অপারেশন নিয়ে বানানো একটি তথ্যচিত্রে। ম্যাচটি নাকি পাতানো ছিল।
অভিযোগের তীর থেকে রক্ষা পাননি ম্যাক্সওয়েলেও। যদিও তার নাম উল্লেখ করা হয়নি। তবু আল জাজিরার প্রকাশিত ফুটেজে তার উপস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। অনিল মুনাওয়ার নামে এক ভারতীয় নাগরিক স্পট ফিক্সিংয়ে জড়িত দুইজন অজি ক্রিকেটারের নাম উল্লেখ করেন। যদিও সম্পাদনায় তা ছেঁটে ফেলা হয়। কিন্তু ফুটেজে যে সময় আর যেসব সরঞ্জাম দেখা গেছে তাতে দুই খেলোয়াড়ের একজন যে ম্যাক্সওয়েল তা অনেকটাই নিশ্চিত।
তবে এমন অভিযোগ নিয়ে এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমি কিছুটা মর্মাহতও। এমন এক ম্যাচকে ঘিরে আমার বিরুদ্ধে এমন এক অভিযোগ উঠেছে যেখানে আমার কেবল সুখস্মৃতি আছে। সেই অনুভুতির কথা আমার এখনও মনে আছে, যখন প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর আমি স্টিভেন স্মিথকে জড়িয়ে ধরেছিলাম।
‘এই অভিযোগে ওই সুখস্মৃতির অনুভূতি নষ্ট করা ছিল ভয়ঙ্কর। এসব অভিযোগ মোটেই সত্য নয়। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এভাবে কলঙ্কিত করা ছিল খুবই নিষ্ঠুর!’
আল জাজিরায় প্রকাশিত ফুটেজটি ক্রিকেটবিশ্বে ঝড় তোলে। পরে আইসিসি তদন্তের স্বার্থে আল জাজিরার কাছে সব প্রমাণাদি চায়। কিন্তু চ্যানেলটি তা দেয়নি বলেই জানা গেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে, কোন অস্ট্রেলীয় ক্রিকেটার এতে জড়িত নয়। ফলে এখনও কোন তদন্তের মুখোমুখি হতে হয়নি ম্যাক্সওয়েলকে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএইচএম/এমজেএফ