ফলে সম্প্রতি ওয়ানডেতে এই পজিশনে নামানো হচ্ছে সাকিব আল হাসানকে। আর সেখানে তাকে তাদের সফলও মনে হয়েছে।
কাজেই তিন নাম্বারে তিনিই চূড়ান্ত এই আভাস তাদের কথায় মিললো, 'আমাদের কাছে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার আছে। সে যে কোনো জায়গায় ব্যাট করার ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তিনে ব্যাট করার ক্ষেত্রে সে যথেষ্ট আত্মবিশ্বাসী, যার কারণে প্রথম ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করেছে এবং দায়িত্ব নিয়ে খেলেছে। যদি ক্রিকেটার নিজে আত্মবিশ্বাসী থাকে তাহলে আমার মনে হয় এভাবেই চালিয়ে যাওয়া উচিত। '
বুধবার (২৫ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে একথা বলেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আর নির্বাচক হাবিবুল বাশারের মতে বিষয়টি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহুদিনের সমস্যা এবং তারা এর আশু সমাধান খুঁজছেন, 'ওপেনিং ও তিন নম্বর পজিশন এই দুইটিই কিন্তু স্পেশালাইজ পজিশন। এই দুই জায়গায় দলের সেরা ব্যাটসম্যান ব্যাট করে। বাকী জায়গা গুলোতে আপনি উঠানামা করতে পারেন। আমরা দুই ও তিন নাম্বার পজিশন নিয়ে অনেক দিন ধরে ভুগছি। এক নম্বর নিয়ে আমাদের সমস্যা নেই। এখানে যারা ব্যাট করে তাদের কাছে লম্বা ইনিংসের প্রত্যাশা থাকে দলের। আমাদের ওয়ানডেতে ভবিষ্যতে ধারাবাহিকভাবে ভালো করতে হলে এই জায়গার স্থায়ী সমাধান দরকার। বার বার পরিবর্তন করাটা দলের জন্য ভালো কিছু হয় না। '
দেখাই যাক না এবার সাকিব কতটা নিজেকে প্রমাণ করতে পারেন।
আজ (২৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস